এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা মনিপুর এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুড়িচং থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত সাফায়েত হোসেন, এসআই নন্দনসহ সঙ্গীয় ফোর্স ডাকাতি প্রতিরোধে মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছিল। রাত সোয়া ১টার দিকে কাবিলা মনিপুর এলাকায় মোটরসাইকেল যোগে আসা একদল ডাকাত একটি মালবাহী ট্রাককে গতিরোধ করে।
অস্ত্রের মুখে ট্রাকের ড্রাইভার ও হেলপারদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে বুড়িচং থানা পুলিশ।
বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment