উজ্জ্বল রায়, নড়াইল থেকে:>>>
নড়াইলে পরিত্যক্ত অবস্থায় এক বছরের ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ভোরে নড়াইলের মাইজ পাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানা, পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ছেলে শিশুকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর থানায় নিয়ে যায়।
শিশুটি সুস্থ রয়েছে। তবে শিশুটিকে কে বা কারা ফেলে রেখে গেছে কিংবা চুরির শিকার কিনা তা জানতে তদন্ত চলছে বলে
পুলিশ জানিয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) ভোরে নড়াইলের মাইচপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment