এনামুল কবির (মুন্না):>>>
দোয়ারাবাজারে র্যাবের অভিযানে রিভলবারসহ ৩জনকে আটক করা হয়েছে। র্যাব সূত্রে জানাযায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএডি মো;আব্দুল হান্নানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) বকুল সাহা, এসআই মোঃমাহবুব আলম, কর্পোরাল মোঃ হাবিল সিকদার, এএসআই মোঃ মজিবুর রহমান, এএসআই মোঃ নিজাম উদ্দিন, কনস্টেবল মোঃশ রিফুল ইসলাম, মোঃ মামুন ও মোঃ রিয়াজের সহযোগিতায় মঙ্গলবার (২৮জানুয়ারী) বিকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাশিদ আলী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে পাকা রাস্থার উপরে অপারেশন পরিচালনা করে দেহ তল্লাসী করে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মধ্য কলাউড়া গ্রামের ফিরুজ আলীর পুত্র নবিল (নবীর) হোসেন (৩৮), মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ ফারুক হোসেন (২৮) ও মোঃসৈয়দ হোসেন (২৪) এর হেফাজত হইতে ১টি কাঠের বাট সচল ট্রিগার সিলিন্ডারযুক্ত কালো রংয়ের রিভলবারসহ আটক করা হয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা নং ৬ তাং ২৯/০১/২০২০ ইং ধারাঃ অৎসং অপঃ,১৮৭৮ (সংশোধন ২০০২) ১৯-এ (অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধ) ধারার মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাশেম বলেন অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment