এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার স্থানীয় ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পূনরায় চেয়ারম্যান পদে পুনরায় বহাল রাখা হল।উল্লেখ্য সাম্প্রতিক সময়ে কাশিনগর ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় পরিক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত কথাকাটির জের ধরে এবং ম্যাজিস্ট্রেট বিষয় টি ভালোভাবে অনুধাবন না করে একটি অভিযোগ দায়ের করার কারণে গত ২২ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি চেয়ারম্যান কে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন।তারই ধারাবাহিকতায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তদন্ত করার আবেদন করেন।আবেদন সূত্রে বিষয়টি তদন্তে শেষে ৭ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন।এ বিষয়ে আলাপকালে ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন তথ্য টি নিশ্চিত করে বলেন আসলে আমার ইউনিয়নে ম্যাজিস্ট্রেট কিংবা পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আমি আচরণ খারাপ কোন যুক্তিই আসেনা এটা ইউনিয়ন এর সম্মান জড়িত, মূলত ঐ দিন পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের সঙ্গে আসলে কথা-কাটাকাটি নয়,বরং তিনি আমার কথায় ভুল বুজেছেন।এখন বিষয়টি সুষ্ঠু সমাধান হয়েছে তাই এ বিষয়ে আমার আর কোন মন্তব্য নেই।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment