একুশে মিডিয়া, বগুড়ার রিপোর্ট:>>>
বগুড়ার শেরপুর থানা পুলিশ ৬ বোতল ফেনসিডিলসহ ছাত্রলীগ ও ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে।<:একুশে মিডিয়া:>
রোববার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শৈল্যাপাড়ায় মাদক বিক্রি ও সেবনের সময় তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে তিনজনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।<:একুশে মিডিয়া:>
থানার এসআই আতিকুর রহমান আতিক তাদের বিরুদ্ধে মামলা করেছেন।<:একুশে মিডিয়া:>
এরা হলেন বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শেরপুর উপজেলার উলিপুর নতুনপাড়ার আবদুস সালাম সরকারের ছেলে সাদ্দাম হোসেন (২৯), উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মির্জাপুরের মৃত ওবাইদুল্লাহর ছেলে রাসেল মাহমুদ (৩০) ও তাদের বন্ধু রহমতপুর শেরুয়া বটতলার মৃত আবদুর রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর আলম (২৯)।<:একুশে মিডিয়া:>
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, ছাত্রলীগ নেতা সাদ্দাম, ছাত্রদল নেতা রাসেল ও তাদের বন্ধু জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং বিক্রি করে আসছিল। রোববার রাতে গোপনে খবর পেয়ে উপজেলার শৈল্যাপাড়া থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ৬ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। মামলা দায়েরের পর সোমবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম রায় জানান, সাদ্দাম তার সংগঠনের সহ-সম্পাদক। মাদক বিক্রির অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।<:একুশে মিডিয়া:>
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, রাসেল মাহমুদ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। তাকে শিগগিরই সংগঠন থেকে বহিষ্কার করা হবে।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment