মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহার ও নবাবগঞ্জে অসহয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। সোমবার দোহার নবাবগঞ্জের প্রায় সহস্রাধিক মানুষের হাতে কম্বল পৌঁছে দেন তিনি।
এ সময় তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মীরা এই শীতের সময় অসহায় মানুষের পাশে থাকবে। সকল প্রকার সহযোগিতা মানুষ হিসেবে মানুষকে করবে। বঙ্গ বন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। সেখানে প্রতিটি কর্মি তার সততা, দক্ষতা, দলের প্রতি ত্যাগ দিয়ে মূল্যায়িত হবে।
এ সময় বিভিন্ন স্থানে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব ব্যাপারী, সহ-সভাপতি শাশাংক চৌধুরী,দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরিফ প্রমূখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment