এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা নগরীর গোবিন্দপুর চৌমুহনী এলাকা থেকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জেলার কোতোয়ালী থানাধীন গোবিন্দপুর চৌমুহনী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ফারুক আহম্মেদ (২৯) এবং মেহেদী হাসান শাহীন (২৩) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জেলার কোতোয়ালী থানাধীন গোবিন্দপুর চৌমুহনী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ফারুক আহম্মেদ (২৯) এবং মেহেদী হাসান শাহীন (২৩) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে নয়’শ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল, নগদ ২০হাজার পাঁচ’শ টাকা ও টয়োটা ব্রান্ডের একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ৩২-৭১৯০) উদ্ধার করা হয়।আটককৃত ফারুক আহম্মেদ (২৯) জালুয়াপাড়া এলাকার মৃত আমির আলীর ছেলে এবং মেহেদী হাসান শাহীন (২৩) দৌলতপুর এলাকার মোঃ জামাল হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর গোপন সহযোগিতায় কুমিল্লার কোতোয়ালী থানা এলাকা সহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।উক্ত বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment