![]() |
রেখা মনি, রংপুর:>>>
কুড়িগ্রামের রৌমারীতে মাদক মামলার এক পালাতক আসামীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভোলা মোড় (শাপলা চত্বর) থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিনহাজ আলী (৩৫)।
রৌমারী থানা সূত্রে জানাযায়, গত ১৪ অক্টোবর রৌমারী উপজেলার বামনেরচর গ্রামে মিনহাজ আলীর বাড়ী থেকে ৪জন আসামীকে ৩২শ পিস ইয়াবাসহ গ্রেফতারকালে ইয়াবা মালিক মিনহাজ আলী কৌশলে সেখান থেকে পালিয়ে গেলে তার নামে মাদক মামলা করে পুলিশ। এরপর থেকে সে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। গত ০২ জানুয়ারী বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই খোকন চাকির নেতৃত্বে উপজেলার ভোলামোড় (শাপলা চত্বর) নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, আটককৃত মিনহাজ আলী একজন চিহ্নিত মাদক কারবারি। তার কর্মকান্ড এলাকার মানুষ অতিষ্ট, সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক মামলা ছিল। তাকে আটক করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment