![]() |
সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় বেলকুচি ১নং এলাকার পরিচালক পদের নির্বাচনে ৮৫৯ ভোট পেয়ে বকুল হোসেন ( বৈদ্যুতিক বাল্ব প্রতিক ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী খোরশেদ আলম ( বৈদ্যুতিক পাখা প্রতিক) পেয়েছেন ৩৫৫ ভোট।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা তেঁয়াশিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। নির্বাচন কমিশন প্রধান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক প্রশাসন হালিমুজ্জামানের নেতৃত্বে ১১টি বুথে অর্ধশত পবিস কর্মকর্তা নির্বাচনী কাজে দায়িত্ব পালন করেছে। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচনের লক্ষ্যে পুলিশ প্রশাসন আনসার বাহিনী।
সার্বক্ষণিক তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান ও জেনারেল ম্যানেজার মো. কামরুল হাসান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment