মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকা দোহারে সরকারি পদ্মা কলেজের বুকের উপর দিয়েই চলছে মাহিন্দ্রা, ট্রাক ও ভারী যানবাহন। গতিবেগ বেশি থাকায় সব সময় আতংকে থাকে বলে অভিযোগ কলেজের শিক্ষকদের। এই বুঝি কোন শিক্ষার্থী দূর্ঘটনার কবলে পরলো।
প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থীরা সড়ক পাড় হয়ে এক ক্লাস থেকে অন্য ক্লাসে অংশগ্রহণ করেন। ঐ সব অবৈধ মাহিন্দ্রা ও ভারী যানবাহনের ঝুঁকি নিয়ে তাদের সড়ক পার হতে হয়।
দোহার উপজেলা প্রশাসনের ওয়াদা ছিল অতিদ্রুত মাঠের মাঝের সড়ক বন্ধ বা দু পাশে স্প্রিড ব্রেকার দেয়া হবে। গত ১ বছরে বাস্তবায়ন হয়নি। এর মধ্যে শিক্ষার্থী সালমানকে হারিয়েছি এবং পঙ্গুত্ব বরণ করেছে একাধিক শিক্ষার্থী।
আবারো কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আহ্বান জানালেন ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও আফরোজা আক্তার রিবার কাছে। যিনি এ কলেজের মূল দায়িত্বে আছেন। সকলের দাবি অতি দ্রুত যেন এর সমাধান করবেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment