জাতীয় পার্টির কেন্দ্রীয় পদে বঞ্চিত মাহমুদুল ইসলাম! সিনিয়র পদে ৫৯ জনের নাম ঘোষণা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 17 January 2020

জাতীয় পার্টির কেন্দ্রীয় পদে বঞ্চিত মাহমুদুল ইসলাম! সিনিয়র পদে ৫৯ জনের নাম ঘোষণা

জাতীয় পার্টির ৩৭ ভাইস চেয়ারম্যান ও ১৪ যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেন পাটির চেয়ারম্যান জিএম কাদের
মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও ৮ উপদেষ্টা, ৩৭ ভাইস চেয়ারম্যান ও ১৪ জনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। শুক্রবার তাদের নাম ঘোষণা করা হয়েছে।<:একুশে মিডিয়া:>
চট্টগ্রামের মাহমুদুল ইসলাম চৌধুরী দির্ঘ দিন যাবৎ জাতীয় পাটির রাজনীতি জড়িৎ থাকলেও কেন্দ্রীয় পদে স্থান পান নি তিনি। এরশাদ সরকারের আমলে জাতীয় পাটির থেকে নির্বাচন করে চট্টগ্রাম-১৬ (তদকালিন চট্টগ্রাম-১৫) আসনে তিনি নিার্বাচিত হন। পরের্বতীতে তিটি চট্টগ্রাম সিটির মেয়রও মনোনীত হন এবং দায়িত্ব পালন করেন। এই প্রবীন জাতীয় পাটির নেতাকে নব-গঠিত কেন্দ্রীয় কমিটির স্থান পাওয়ার যোগ্য হলেও কিন্তু স্থান পান নি।<:একুশে মিডিয়া:>
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা মোতাবেক পার্টির কেন্দ্রীয় কমিটিতে তাদের নিয়োগ দিয়েছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।<:একুশে মিডিয়া:>
নতুন ৮ জন নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদে সদস্যের সংখ্যা ২৯-এ উন্নীত হলো।<:একুশে মিডিয়া:>
উপদেষ্টাদের মধ্যে রয়েছেন- অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি (কুমিল্লা), একেএম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম), মো. সেলিম উদ্দিন (সিলেট), অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা), মো. নোমান (লক্ষ্মীপুর), সোমনাথ দে (বাগেরহাট), এমএম নিয়াজ উদ্দিন (গাজীপুর), আশরাফ-উদ দৌলা (কুড়িগ্রাম), এমএ কুদ্দুস খান (ঝালকাঠি), মাহমুদুর রহমান মাহমুদ (লক্ষ্মীপুর), অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া), মো. লুৎফর রহমান চৌধুরী (গাইবান্ধা), এমএ তালহা (নাটোর), দেলোয়ার হোসেন (দিনাজপুর), মো. নুরুল ইসলাম মিলন (কুমিল্লা), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন (সিলেট), অ্যাডভোকেট একরামুল হক (চাঁপাইনবাবগঞ্জ), সরদার শাহজাহান (পাবনা), মো. আতাউর রহমান সরকার (গাইবান্ধা) এবং মো. জহিরুল আলম রুবেল (ঢাকা)।<:একুশে মিডিয়া:>
জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় উপদেষ্টাবৃন্দের দায়িত্ব বণ্টন এবং নামের ক্রমানুসার নির্ধারণ করা হবে।<:একুশে মিডিয়া:>
৩৭ ভাইস চেয়ারম্যান।<:একুশে মিডিয়া:>
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ৪১ ভাইস চেয়ারম্যানের মধ্যে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৩৭ জনের নাম ঘোষণা করেছেন। যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন- মোরশেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম), মাহজাবিন মোরশেদ (চট্টগ্রাম), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া), সালাউদ্দিন আহমেদ (নোয়াখালী), অ্যাডভোকেট শামসুল আলম মাস্টার (চট্টগ্রাম), হাজী আবু বকর (ঢাকা), মো. আরিফুর রহমান খান (গাজীপুর), দেওয়ান আলী (ঢাকা), বাহাউদ্দিন আহমেদ বাবুল (ঢাকা), অধ্যাপক মহসিন ইসলাম হাবুল (বরিশাল), আমানত হোসেন আমানত (ঢাকা), নজরুল ইসলাম (চট্টগ্রাম), মেজর মো. আব্দুস সালাম (অব.) (কুড়িগ্রাম), ডা. রুস্তম আলী ফরাজী এমপি (পিরোজপুর), নিগার সুলতানা রানী (রংপুর), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা), দিদারুল কবির দিদার (চট্টগ্রাম), শফিকুল ইসলাম শফিক (নরসিংদী), আহসান আদেলুর রহমান এমপি (নীলফামারী), গাফ্ফার বিশ্বাস (খুলনা), সিরাজুল ইসলাম (লক্ষ্মীপুর), মোস্তফা আল মাহমুদ (জামালপুর), আব্দুর রউফ মানিক (রংপুর), শফিকুল ইসলাম মধু (খুলনা), শেখ আলমগীর হোসেন (গোপালগঞ্জ), নুরুল ইসলাম ওমর (বগুড়া), সুলতান আহমেদ সেলিম (ঢাকা), মোবারক হোসেন আজাদ (নোয়াখালী), রাকিবা নাসরিন (রংপুর), আবুল মাকসুদ চৌধুরী নান্টু (রংপুর), মিসেস সালমা হোসেন (ঢাকা), আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল), তোফাজ্জল হোসেন (নওগাঁ), শফিউল্লাহ শফি (চাঁদপুর), শাহ-ই আজম (নরসিংদী), মৌলভী মো. ইলিয়াস (কক্সবাজার) এবং পনির উদ্দিন আহমেদ এমপি (কুড়িগ্রাম)। জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় ভাইস চেয়ারম্যানদের নাম ক্রমানুসার নির্ধারণ করা হবে।<:একুশে মিডিয়া:>
১৪ যুগ্ম মহাসচিব <:একুশে মিডিয়া:>
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ১৬ যুগ্ম মহাসচিবের মধ্যে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ১৪জনের নাম ঘোষণা করেছেন। তারা হলেন- গোলাম মোহাম্মদ রাজু (মুন্সীগঞ্জ), ইয়াহহিয়া চৌধুরী (সিলেট), নুরুল ইসলাম দীপু (গাজীপুর), মো. নোমান মিয়া (মুন্সীগঞ্জ), এসএম ইয়াসির (রংপুর), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ), আমির উদ্দিন আহমেদ ঢালু (ঢাকা), অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু (ঢাকা), রাহগির আল মাহি সাদ এরশাদ (রংপুর), মো. শামসুল হক (ঢাকা), আব্দুল হামিদ ভাসানী (ব্রাহ্মণবাড়িয়া), এমএ মুনিম চৌধুরী বাবু (হবিগঞ্জ), মো. আমির হোসেন (কুমিল্লা) এবং ইকবাল হোসেন তাপস (বরিশাল)।<:একুশে মিডিয়া:>
জাতীয় পার্টির ২৯৯ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নিয়োগের জন্য পার্টি চেয়ারম্যান ২০ জানুয়ারি থেকে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।<:একুশে মিডিয়া:>




একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages