মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:>>>
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের খালের পাশে ভোরে নাকে মুখে রক্তের চাপ পড়া একটি লাশ পড়ে থাকতে দেখা যায়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই লাশ এলাকাবাসীর নজরে পরে সাথে সাথে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লাশটি এসে সনাক্ত করে তার পরিবারের সদস্যরা।
সে পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আবুল ফজল বাড়ি(আংকির বাড়ি) জনাব সালেহ আহমেদের পুত্র মোহাম্মদ হোসেন।
ফটিকছড়ি থানা পুলিশ সাথে সাথে ওই স্থানে পৌছে লাশ উদ্ধার করে।
উদ্ধারের সময় ফটিকছড়ি থানা কর্মকর্তা জনাব বাবুল আকতার ও তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে।
নিহত মোহাম্মদ হোসেন ফটিকছড়ি বিবিরহাট বাজারের হক মার্কেটস্থ জিন্নাত ক্লথ স্টোরে কর্মরত ছিলেন। এখনো পর্যন্ত কোন ধরণের আশংকা করা যাচ্ছেনা এটা কি পরিকল্পিত খুন নাকি অন্যকিছু তদন্ত রিপোর্ট আসলে তা নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।
এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা, বাবা,ভাইবোন, স্ত্রী আর সন্তানদের কান্নায় ভারি হয়ে যাচ্ছে এলাকার পরিবেশ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment