![]() |
রেখা মনি, রংপুর:>>>
সরকারি গাছ কাটার দায়ে বাদশা মিয়া নামে যুবলীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের সড়কের গাছ কাটার সময় তাকে গ্রেফতার করা হয়।
আটক যুবলীগ নেতা বাদশা মিয়া মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওই গ্রামের আকবর আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে সড়কের পাশে গাছ লাগায় জেলা পরিষদ। সেই সড়কের ৫টি গাছ জেলা পরিষদের অনুমোদন ছাড়াই কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন যুবলীগের সভাপতি বাদশা আলমসহ কয়েকজন যুবক। স্থানীয়রা গাছগুলো কাটতে নিষেধ করলেও প্রভাব দেখিয়ে একে একে গাছগুলো কেটে ফেলেন তারা ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment