এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৩ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের নব নির্মিত ইউপি ভবনের ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত।
এসময় স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি সহ বিশিষ্ট জনদের জন্য দোয়ার মুনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারস্থ নির্মাণাধীন কালিকাপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ৩০ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় উক্ত ভবনের ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়ার মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার এর পরামর্শ অনুযায়ী সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি ও উনার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।এ সময় বিশেষ করে কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর নিবাসী মরহুম নুরুল ইসলাম মজুমদার চেয়ারম্যান ,জামমুড়া নিবাসী মরহুম গোলাম ছারোয়ার ছেরু মিয়া চেয়ারম্যান, বাঙ্গালমুড়ী নিবাসী মরহুম জয়নাল আবেদীন চেয়ারম্যান, ছুফুয়া নিবাসী মরহুম কোববাত আহমেদ মজুমদার চেয়ারম্যান,জামমুড়া নিবাসী মরহুম তফাজ্জল হোসেন ক্যাশিয়ার সহ ইউনিয়ন পরিষদের মরহুম সকল ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য ও সংশ্লিষ্ট সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মুনাজাত করা হয়।
মিলাদ ও দোয়ার মুনাজাত শেষে উক্ত ভবনের ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন করেন স্থানীয় উপজেলা প্রকৌশলী সুমন তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিআরডি ইঞ্জিনিয়ার আবুল কাশেম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জাফর আলম, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী উপ কমিটির সাবেক সহ-সম্পাদক সেলিম আহমেদ শামস্,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আঃরশিদ মেম্বার,আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মেম্বার, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন লিটন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক, সহ-সভাপতি কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হাসান,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন তনু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সহ-সভাপতি নুর হোসেন রবি সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়নের আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির অনুদানে এই প্রথম কালিকাপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় নির্মিত হতে যাচ্ছে একটি মানসম্মত আধুনিক উন্নত ইউপি পরিষদ ভবন, আর তাই এই পরিষদ ভবনটি কালিকাপুর ইউনিয়ন বাসীর সুদীর্ঘ দিনের কাঙ্খিত একটি স্বপ্ন ছিলো,যা আজ দৃশ্যমান উন্নয়ন স্থাপনা হয়ে স্বাক্ষী হয়ে থাকল।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment