শফিউল আলম, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি >>>>
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উম্বুনিয়াপাড়াস্থ ওমর বিন আব্দুল আজিজ (রা) মাদ্রাসা ও হাফেজ খানার অধ্যায়নরত এক ছাত্রকে বেত্রাঘাতে গুরুতর আহত করেন ওই হাফেজ খানার হুজুর। আজ আহত অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ছাত্রের মৃত্যু হয়।
ছাত্রের নাম মিজবাহ উদ্দি(৯), সে উম্বুনিয়াপাড়া এলাকার রমিজ আহমদের ছেলে।
ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম চলে আসলো এর পর থেকে মাদ্রাসার হুজুর এবং অধ্যায়রত সকল ছাত্র পালিয়ে গেছে।
ওই সময় থেকে মাদ্রাসার পাশের মসজিদটিতে শিশুরা ৫ ওয়াক্তের আযান দিলেও জামাত এর সাথে নামাজ আদায় করার মতো মুসল্লি হচ্ছেনা বলে জানান ওই এলাকার বৃদ্ধ সুলতান আহমদ।
এলাকা সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় শিক্ষক মৌলানা সেলিম মিজবাহকে ব্যাপক মারধর করে। এতে অসুস্থ্য হয়ে পড়লে মিজবাহকে হাসপাতালে নিয়ে যায় সেলিম হুজুর নির্ভরশীল চিকিৎসা অবস্থায় মারা যায়।
নিহতের মিজবাহ্ র লাশ চট্টগ্রাম হতে মহেশখালী আনা হচ্ছে বলে জানিয়েছেন নিহতের পরিবার।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment