একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর মাঝে সচেতনতামূলক সভা গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার , প্রধান বক্তা ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম।
অতিথি ছিলেন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবু জাফর চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক মো: সামশুল আলম হেলালীর সঞ্চালনে অনুষ্টানে বক্তারা বলেন মাদক থেকে সকল শিক্ষার্থীকে দুরে থাকতে হবে ,বাল্যবিয়ে , কোন ধরনের ইভটিজিং এর শিকার যাতে কোন শিক্ষার্থী না পড়ে সে ব্যাপারে প্রত্যেককে সচেতন থাকতে হবে । যে কোন বিপদে প্রশাসন আপনাদের পাশে রয়েছে ।
থানার মোবাইল নম্বরে কল করে প্রকৃত ঘটনা অবহিত করলে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করব । তবে কোন ব্যক্তিগত স্বার্থ হাসিলে যেন মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত না করেন তাহলে নিজেরাই বিপদে পড়বেন বলে তিনি হুশিয়ারি করেন ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment