সন্ধান দিন। বাঁশখালীর এই ছেলেটিকে বছরের শুরু থেকেই খোঁজে পাচ্ছেন না। পাগলেরমত ঘুরছে মা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 January 2020

সন্ধান দিন। বাঁশখালীর এই ছেলেটিকে বছরের শুরু থেকেই খোঁজে পাচ্ছেন না। পাগলেরমত ঘুরছে মা


প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪নং বাহারাচরা ইউনিয়নের রত্নপুর গ্রামের মৃত বদিউল আলম ও রেহেনা বেগমের ছেলে মোহাম্মদ মাহিম (১৩) গত মঙ্গলবার (১ জানুয়ারী) হইতে বশির উল্লাহ মিয়াজির বাজার (পূর্বকূল) ফোরকান সওদাগরের চায়ের দোকানে কর্মরত অবস্থায় কাওকে কিছু না বলে পালিয়ে গেছে বলে জানিয়েছেন ফোরকান সওদাগর। ছেলেটির পারিবারের লোকজন তার ছবি দিয়ে ঘুরছে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও এলাকায় এলাকায়।
তার মামা ছৈয়দুল হক জানিয়েছেন তারা বিভিন্ন জায়গায় খোঁজা খোঁজি করে এখনও তার সন্ধান পাননি, পিতা হারা ছেলেটি মা পাগলের মত হয়ে গেছে, কোন হৃদয়বান ব্যাক্তি যদি তার খোঁজ দেন তাহলে চিরোকৃজ্ঞ থাকবে।

কোন হৃদয়বান ব্যাক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন নিম্মে মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রহিল।
01881-629951 (মাহিমের মামা ছৈয়দুল হক)
01824-231822
01814-886178




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages