প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪নং বাহারাচরা ইউনিয়নের রত্নপুর গ্রামের মৃত বদিউল আলম ও রেহেনা বেগমের ছেলে মোহাম্মদ মাহিম (১৩) গত মঙ্গলবার (১ জানুয়ারী) হইতে বশির উল্লাহ মিয়াজির বাজার (পূর্বকূল) ফোরকান সওদাগরের চায়ের দোকানে কর্মরত অবস্থায় কাওকে কিছু না বলে পালিয়ে গেছে বলে জানিয়েছেন ফোরকান সওদাগর। ছেলেটির পারিবারের লোকজন তার ছবি দিয়ে ঘুরছে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও এলাকায় এলাকায়।
তার মামা ছৈয়দুল হক জানিয়েছেন তারা বিভিন্ন জায়গায় খোঁজা খোঁজি করে এখনও তার সন্ধান পাননি, পিতা হারা ছেলেটি মা পাগলের মত হয়ে গেছে, কোন হৃদয়বান ব্যাক্তি যদি তার খোঁজ দেন তাহলে চিরোকৃজ্ঞ থাকবে।
কোন হৃদয়বান ব্যাক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন নিম্মে মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রহিল।
01881-629951 (মাহিমের মামা ছৈয়দুল হক)
01824-231822
01814-886178
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment