একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
ভোটগ্রহণ শেষে আ.লীগ-বিএনপির দুই প্রার্থীর কোলাকুলি। ভোটগ্রহণ শেষ চলছে গণনা। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।<:একুশে মিডিয়া:>
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরুর পর নগরে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন বিএনপি’র প্রার্থী আবু সুফিয়ান। এসময় সেখানে তার সঙ্গে বেশ ক’জন নেতা-কর্মীও ছিলেন। এর কিছুক্ষণ পর ওই কেন্দ্রের সামনে আসেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ।<:একুশে মিডিয়া:>
পরে দুই প্রার্থী কোলাকুলি করেন। মোছলেম উদ্দিনের সঙ্গে থাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, ভোটারদের লাইন দেখে দুই প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সবার প্রতি আহ্বান জানিয়েছেন।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment