মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে রিংকু (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উপজেলার মেঘুলা এলাকা থেকে তাকে করে। তার সাথে থাকা ১৮৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত রিংকু উপজেলার নারিশা ইউনিয়নের শাতভিটা এলাকার জুলহাস বেপারীর ছেলে।
জানায় যায়, সোমবার সন্ধ্যায় র্যাব-১১ এর কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে র্যাব-১১ এর একটি দল মেঘুলা শেরেবাংলা মাঠ সংলগ্ন রাস্তা থেকে হেরাইন কেনাবেচা করার সময় রিংকুকে আটক করে। পরে রিংকুর দেহ তল্লাশি করে তার সাথর থাকা ১৮৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে র্যাব। রিংকুর বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment