রেখা মনি: রংপুর:>>>
রংপুরের ঐতিহ্যবাহী জাদুঘর তাজহাট জমিদার বাড়ীতে ৩১জানুয়ারি রোজ শুক্রবার নানারকম আনন্দ-উৎসবের মধ্যদিয়ে রৌমারী স্টুডেন্টস অ্যাসোসিয়েসন রংপুর (RSAR) এর বার্ষিক মিলনমেলা-২০২০ সম্পন্ন হয়ে গেল। খাইরুল ইসলাম, মোহসিনা আক্তার মিতা ও আকিদুল ইসলাম আকিবের সঞ্চালনায় প্রানবন্ত হয়ে উঠে সকল আয়োজন।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু সাঈদ চোধুরী, আবু হাফিজ (রুবেল), সাইফুল ইসলাম,সাত্তার পাটোয়ারী, মশিউর রহমান রতন, আঃ কাদের, আঃ মান্নান, খাইরুল ইসলাম, ফারুক আহমেদ, ডঃ আহসানুজ্জামান সুমন, নাহিদুল ইসলাম নাহিদ, হুমায়ুন কবির, এমদাদুল হক রুবেল, আব্দুল আলিম প্রমুখ ব্যক্তিবর্গসহ আরও অনেকেই।
গত ১বছর সংগঠনের সভাপতি হিসাবে ইউসুফ রানা ও সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম আকিব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
সর্বশেষে আবু হাফিজ(রুবেল) স্যারের মাধ্যমে সংগঠনের আগামী ১বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয় যথাক্রমে মাহমুদুল হাসান(মাহমুদ) ও এমদাদুল হক(এমদাদ) প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment