![]() |
মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:>>>
বান্দরবান সদর থানা’র মাদক মামলায় (তিন বছরের সাজা প্রাপ্ত) পলাতক আসামীকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানা সূত্র জানা যায়, থানার কর্মরত এএসআই মোঃ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স মোঃ রোবেল, মিলন চাকমা সহ একদল পুলিশ বুধবার দিবাগত রাত ২.৩০ টার দিকে বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বান্দরবান সদর থানা’র মাদক মামলায় (তিন বছরের সাজা প্রাপ্ত) পলাতক টুনটু ভৌমিককে গ্রেপ্তার করেন।
বান্দরবান সদর থানার মামলা নং-২৬(০৮)১৮, ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২(গ) এর (০৩ বছরের সাজা প্রাপ্ত) পলাতক আসামী হলেন, বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পালেগ্রামের মৃত রবিন্দ্র ভৌমিকের ছেলে টুনটু ভৌমিক।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার একুশে মিডিয়াকে বলেন, বান্দরবান সদর থানার ২৬(০৮)১৮ নং মামলায় ধারা ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২(গ) এর (০৩ বছরের সাজা প্রাপ্ত) পলাতক টুনটু ভৌমিককে থানাধীনকালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পালেগ্রাম নিজ বাড়ী থেকে গ্রেপ্তার বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment