দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৫ জুয়ারি আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 13 February 2020

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৫ জুয়ারি আটক


এনামুল কবির (মুন্না):>>>
দোয়ারাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করেছে। বুধবার(১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাবাজার ইউনিয়নের অন্তর্গত বরইউড়ি গ্রামের জসিম মিয়ার সীম গাছের মাচার নীচে থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৮),ঘিলাতলী গ্রামের মৃত ইসহাক আলী ছেলে আঃ নূর (৫২),জাহাঙ্গীরগাঁও গ্রামের আজিমুল আলীর ছেলে আঃ রহিম (৩০),ভাওয়ালীপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে বুরহান উদ্দিন (৩০),ভাওয়ালীপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ জামাল উদ্দিন (২৯)।

দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:আবুল হাশেম নির্দেশনায় এসআই সজীব দত্তের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো:আবুল হাশেম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত বিষয়ে আসামীগনের বিরুদ্ধে প্রকাশ্য জুয়ার খেলার অপরাধে জুয়া আইনে দোয়ারাবাজার থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তাদেরকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages