এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে শিতলীয়া ফ্রিজ-এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল-মাদকের বিরুদ্ধে ফুটবল-এ স্লোগান সামনে রেখে উপজেলার উজিরপুর ইউনিয়নের স্থানীয় শিতলীয়া ফুটবল একাদশ কতৃক আয়োজিত (৫ ই ফেব্রুয়ারী) বুধবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হলো ফ্রিজ-এলইডি টিভি কাপ ফুটবল ফাইনাল খেলা।
উজিরপুর ইউনিয়নের শিতলীয়া গ্রামের বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ডাঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগের সভাপতি হাসান আজিজ এর সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।
আয়োজক কমিটির জমকালো জাঁকজমকপূর্ণ আয়োজনে উক্ত খেলাটি দেখার জন্য পুরুষ মহিলা সহ অসংখ্য ফুটবল প্রেমি দর্শকের সমাগমের উপস্থিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা উজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুর রহমান রতন এর সার্বিক সহযোগিতায় উক্ত জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারিক, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, যুবলীগের যুগ্ম আহবায়ক উজিরপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির ব্যক্তিগত সহকারী এস এন ইউসুফ, কুমিল্লা দক্ষিন জেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা নাছির উদ্দীন, সহ-সভাপতি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর পরিচালক জহির উদ্দিন পিন্টু, মাষ্টার শহিদুল ইসলাম, যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত খেলাটির পূর্বে বিশিষ্ট কমেডি অভিনেতা হারুন কিসিঞ্জার এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় জগন্নাথপুর ফুটবল একাদশ কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়পুর ফুটবল একাদশ বিজয় লাভ করে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment