একুশে মিডিয়া, কুতুবদিয়া প্রতিনিধি:>>>
আকস্কিক অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়ে কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ বাজারে ৪টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে বড়ঘোপ বাজারের ডাকবাংলোর পাশে ভাঙগা পুকুরের পাড়ে অবস্থিত লন্ডির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে এক ঘন্টার মধ্যে ৪টি দোকান ঘরসহ মালামাল সর্ম্পূণ পুড়ে যায়।
এ অগ্নিকান্ডে প্রায় ৬ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেন। দিনের বেলায় হওয়ায় মানুষের ক্ষতি হয়নি। আগুনে ক্ষতিগ্রস্ত অরুন চৌকিদারের লন্ডির দোকান, মাধব কর্মকারের কামারের দোকান, লালু মিয়ার টেইলার্সের দোকান, আশেকের কলার আড়ৎ বলে বড়ঘোপ বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব আওরঙ্গজেব মাতবর নিশ্চিত করেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করেন, ইউএনও মোঃ জিয়াউল হক মীর, এসিল্যান্ড সুপ্রভাত চাকমা, আমার বাড়ি আমার ঘর কর্মকর্তা সুপানন্দ বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রদীপন দেওয়ান, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, পিআইও অফিসের জিয়া, সাংবাদিক, ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়েছে বলে ইউএনও নিশ্চিত করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment