একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) সাবেক ছাত্রলীগ নেত্রী হেনা আক্তারের (৩০) মৃত্যুর ঘটনায় স্বামী সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ সোহাগকে আটক করেছে পুলিশ।<:একুশে মিডিয়া রিপোর্ট:>
মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।<:একুশে মিডিয়া রিপোর্ট:>
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক আব্দুর রহমান মুকুল সোহাগের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।<:একুশে মিডিয়া রিপোর্ট:>
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা চালায় হেনা। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।<:একুশে মিডিয়া রিপোর্ট:>
সাবেক এই ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে হেনা আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যা না অন্য কিছু তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।<:একুশে মিডিয়া রিপোর্ট:>
হেনার স্বামী সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে মঙ্গলবার জানান ওসি নুরুল ইসলাম।<:একুশে মিডিয়া রিপোর্ট:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া রিপোর্ট:>
No comments:
Post a Comment