এম এ হাসান, কুমিল্লা:>>>
মাদকের ভয়ংকর প্রভাব থেকে নিজেদের সন্তান তথা যুব সমাজ কে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই বলে বক্তব্য মন্তব্য করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মিজানুর রহমান।
তিনি ২৭ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) উপজেলার মিয়াবাজার হাইস্কুল মাঠে মরহুম আবদুল্লা আল হারুন স্মৃতি ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন,এসময় তিনি আরও বলেন খেলাধুলা ক্রীড়া সাংস্কৃতি আমাদের জন্য একান্তভাবে প্রয়োজন।
কারণ, খেলাধুলার মধ্য দিয়ে ছেলে-মেয়েদের একটা শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত হয়।যত বেশি খেলাধুলার সাথে আমরা আমাদের ছেলে-মেয়েদের সম্পৃক্ত রাখতে পারব, তারা ততো সুস্বাস্থ্যের অধিকারী হবে।
চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃতি সন্তান মরহুম আবদুল্লাহ আল হারুন স্মরণে স্থানীয় ছাত্রলীগের আয়োজনে উক্ত নৈশ ক্রিকেট ফাইনাল খেলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালালের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল হকের সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান উদ্বোধক
হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারীক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,উজিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন সর্দার, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা নাছির উদ্দীন, যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য মিঞা জহির উদ্দিন, জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন রিংকু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম সহ আরো অনেকে।প্রচুর দর্শকের সমাগমের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় কুমিল্লা ক্রিকেট একাদশ কে হারিয়ে টুর্নামেন্টে বিজয় লাভ করে স্থানীয় সামুক সার ক্রিকেট একাদশ।
খেলা আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা টুর্নামেন্টের সভাপতি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালালের সমাপনী বক্তব্য প্রদান শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment