কুমিল্লায় ৫ দিনেও খোঁজ মিলেনি হাফেজ খালেদের, পরিবার দিশেহারা! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 6 February 2020

কুমিল্লায় ৫ দিনেও খোঁজ মিলেনি হাফেজ খালেদের, পরিবার দিশেহারা!



এম এ হাসান, কুমিল্লা:>>>
পিতা-মাতা সহ আত্মীয়  স্ব-জনের থামছেনা কান্না! পুরো পরিবার জুড়ে হতাশায় দিশেহারা।বলতেছিলাম কুমিল্লার  চৌদ্দগ্রাম উপজেলার চাঁন্দকরা গ্রামের সৌদী প্রবাসী আবুল খায়েরের বড় ছেলে কুরআনে হাফেজ মোঃ সাইফুল্লাহ খালেদ মজুমদার এর নিখোঁজ হওয়ার কথা।
তাঁর নানার বাড়ী পাশের পাটানন্দী গ্রামে গত শুক্রবার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকেলে পাটানন্দী পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর নানার বাড়ী কিংবা নিজ বাড়িতে ফেরেনি।
আত্মিতীয় স্ব-জন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজা খোঁজি করে ও তাঁর সন্ধান মেলেনি।
এ ঘটনায় তাঁর মামা মোঃ মোসাররফ হোসেন চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন (নং-৬৮) যদি কোন স্ব-হৃদয় বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তা হলে নিকটস্থ থানায় অথবা এই নাম্বারে 01818-842790 যোগাযোগ করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages