মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া:>>>
কক্সবাজারের কুতুবদিয়ায় বসতঘরে অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে রূপসী বালা দাশ (৮০) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছে। সে কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ ইউনিয়নের পূর্ব জেলে পাড়ার বাসিন্দা মৃত নিধিরাম দাশের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টায় রান্না চুলার থেকে আগুনের সূত্রপাত ঘটে সম্পূর্ণ ঘর পুড়ে যায়। এলাকাবাসী শত চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। ঘরের অন্যান্য সদস্যরা তাদের কাজে অন্যত্রে চলে গেলে এ ফাঁকে নিহত রূপসী বালা দাশ চা খাওয়ার জন্য চুলায় গরম পানি দিতে যায়।
বৃদ্ধা হিসেবে চোখে তেমন দেখতেন না । হয়তো কোন সময়ে ঘরে মজুদকৃত লাকড়িতে আগুন ধরে বলে নিহতের নাতি বউ সুমিত্রা দাশ ধারণা করেন। নিহতের ছেলে শুদাংশু দাশ বলেন, আগুনে তার মা রূপসী বালা দাশ নিহত হয়েছে। এ অগ্নিকান্ডে নগদ টাকাসহ প্রায় ৫লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন।
খবর পেয়ে ইউএনও মোঃ জিয়াউল হক মীর, কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ দিদারুল ফেরদাউস , স্থানীয় বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আ,ন,ম, শহীদ উদ্দিন ছোটন, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম মেম্বারসহ অনেকে অগ্নিকান্ড এলাকা পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তৎক্ষণিকভাবে সরকারি সহায়তা হিসেবে ঢেউ টিন- ২ বান, টিন লাগানোর জন্যে নগদ ৬ হাজার টাকা, কম্বল- ৩টি, চাল - ২০ কেজি, চিড়া- ৪ কেজি, সয়াবিন তেল- ২ লিটার, চিনি- ২ কেজি, লবণ - ২ কেজি, ডাল- ২ কেজি, নুডলস - ২ প্যাকেট প্রদান করেন বলে জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment