সংবাদ প্রকাশের পর যৌন হয়রানির অভিযোগে আটক প্রধান শিক্ষক আব্দুল হাই - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 5 February 2020

সংবাদ প্রকাশের পর যৌন হয়রানির অভিযোগে আটক প্রধান শিক্ষক আব্দুল হাই


সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
সংবাদ প্রকাশের পর যৌন হয়রানির অভিযোগে আটক হল দিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ওরফে কালাচাঁন মাস্টার।
গত ৩রা ফেব্রুয়ারী বেলকুচি উপজেলার দিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের বিরুদ্ধে তার স্কুলের ৫ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী যৌন হয়রানির অভিযোগে তোলে।
বিষয়টি স্থানীয় সাংবাদিক মহল অবিহিত হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করে।
এ বিষয়ে ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেলকুচি থানায় লিখিত অভিযোগ  করেন।
এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সয়দাবাদ ইউনিয়ন থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানা পুলিশ।

এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম প্রতিবেদককে জানান, আমরা যৌন হয়রানির অভিযোগে দিঘুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ওরফে কালাচাঁন মাস্টারকে আটক করি। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages