এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪ ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় কাশিনগর ফয়জুন্নেসা আদর্শ বালিকা বিদ্যালয়ে শুভ উদ্বোধন করা হলো গ্রাম বাংলার প্রাচীণ জনপ্রিয় দাড়িয়াবান্ধা (রেডি খেলা) কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর সভাপতিত্বে কাশিনগর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর উপস্থাপনায় উক্ত জাঁকজমকপূর্ণ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মাহফুজ।
এসময় প্রধান অতিথি বক্তব্য কাশিনগর ইউনিয়ন পরিষদের এমন প্রাচীণ জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলাটির আয়োজনের ভূয়সী প্রশংসা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের কর্মকর্তা।
উক্ত খেলায় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও দাড়িয়াবান্ধা রেডি খেলার শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল খায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন সহ প্রমুখ।
আমন্ত্রিত অতিথি বৃন্দের বক্তব্য প্রদান শেষে উক্ত অনুষ্ঠান সভাপতি কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন সমাপনী বক্তব্য প্রদান কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধায় স্মরণ করেন এবং তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কাশিনগর ইউনিয়ন পরিষদের একজন প্রতিনিধি হিসেবে বর্তমানে হারিয়ে যাওয়া প্রাচীণ বাংলার জনপ্রিয় দাড়িয়াবান্ধা রেডি খেলায় আমন্ত্রিত সকল অতিথি বৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
উক্ত শুভ উদ্বোধনী খেলায় কাশিনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সামছুল আলম মেম্বার এর দল বনাম ২ নং ওয়ার্ড ইউপি সদস্য রাসেল মাহমুদ টিটু মেম্বার দলের মধ্যে কার খেলায় ৫-২ পয়েন্ট নিয়ে সামছুল আলম মেম্বার এর দল বিজয় লাভ করে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment