১০ দিন ব্যাপি মহেশখালীতে আদিনাথ মেলা শুক্রবার থেকে শুরু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 20 February 2020

১০ দিন ব্যাপি মহেশখালীতে আদিনাথ মেলা শুক্রবার থেকে শুরু


শফিউল আলম,  মহেশখালী কক্সবাজার প্রতিনিধি >>>> 
মহেশখালী উপজেলায় আদিনাথ মন্দিরে ১০ দিনব্যাপী শিবচতুর্দশী পূঁজা ও মেলা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার ২১শে ফেব্রুয়ারি থেকে। 
প্রতিবছরের মতো এবার ও মন্দিরে শিবদর্শন করার জন্য নেপাল, শ্রীলঙ্কা,ভারত সহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তীর্থযাত্রীর অাসবে বলেন জানান আদিনাথ মন্দির মেলা পরিচালনা কমিটি । 
মহেশখালী — কুতুবদিয়া অতিরিক্ত পুলিশ সুপার রতন গুপ্ত  বলেন, মেলায় অাগত দর্শনাথীর জন্য পুজা ও মেলা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এক জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, গ্রাম পুলিশ ও মন্দির পরিচালনা কমিটির অসংখ্য ভলান্টিয়ার মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।
তবে অাদিনাথ মেলায় কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান মহেশখালী আদিনাথ মন্দিরে প্রতিবছর মতো কাল শুক্রবার থেকে শিবচতুর্দশী পূজা ও মেলা শুরু হচ্ছে। আর এ মেলা সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে বলে জানান ।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages