সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের শাহাজাদপুরের হাট পাচিল এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম (৪০) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের শাহাজাদপুরের হাট পাচিল এলাকার শুকুর আলীর বাড়ীর সামনে অভিযান চালিয়ে সাদক সম্রাট সালামকে ৫৫০ পিছ ইয়াবাসহ আটক করে সিরাজগঞ্জের ডিভি পুলিশ। আটককৃত আব্দুস সালাম (৪০) শাহাজাদপুরের হাট পাচিল গ্রামের মৃত রিশান সরকারের ছেলে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শাহাজাদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫০ পিছ ইয়াবাসহ আব্দুস সালাম নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। তার সাথে এ এলাকার কিছু লোক জড়িত। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment