গাইবান্ধায় স্কুলছাত্রীকে অপহরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 29 February 2020

গাইবান্ধায় স্কুলছাত্রীকে অপহরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ


একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:>>>
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের রিশামনি (১১) নামে এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ শনিবার ২৯ ফেব্রুয়ারি দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বাজারস্থ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আনিছুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মাসুদ কবির রানা, রায়হান শাহ ফেরদৌস, নিকোলাস চৌধুরী প্রমুখ।
বক্তরা বলেন, খোর্দ্দকোমরপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আনারুল ইসলামের মেয়ে হলো রিশামনি। সে ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে খোর্দ্দকোমরপুর বাজারে বাবার দোকানে আসে রিশামনি। এরপর আর বাড়ি ফিরে যায়নি। তাকে অপহরণ করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিখোঁজ রিশামনিকে পুলিশ উদ্ধার করতে না পারলে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।




একুশে িমডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages