মুজিববর্ষ হোক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার বছর: রংপুরের পুলিশ সুপার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 5 February 2020

মুজিববর্ষ হোক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার বছর: রংপুরের পুলিশ সুপার


রেখা  মনি, রংপুর:>>>
বুধবার বেলা ১২ টায় পুলিশ লাইন্স অডিটোরিয়াম রংপুর এ ফেব্রুয়ারি০৫/০২/২০২০ ইং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, রংপুর জেলার পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার।
মাসিক কল্যাণ সভার শুরুতে এবারের মুজিব বর্ষের প্রধান প্রতিপাদ্য “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”এই প্রতিপাদ্যকে সামনে রেখেই পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কল্যাণ সভা শুরু করেন। পুলিশ সুপার মহোদয় মাসিক কল্যাণ সভায় বলেন, ইয়াবা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে সকল পুলিশ সদস্যদেরকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।
রংপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর।

জনাব মোঃ ফজলে এলাহী, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (জেলা বিশেষ শাখা) রংপুর।জনাব মোঃ আরমান হোসেন, পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, সি-সার্কেল, রংপুর। জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম এবং জেলার আটটি থানার অফিসার ইনচার্জ গণসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages