জাহিরুল মিলন, জেলা প্রতিনিধি-যশোর:>>>
অবৈধভাবে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যাওয়ার পর কোলকাতা পুলিশের হাতে আটক বাংলাদেশী আঃ সায়েম খান (১৭) নামে এক কিশোর ও শাহানাজ আক্তার (১৪) নামে এক কিশোরীকে বেনাপোল দিয়ে এক বছর পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে বেনাপোলে তাদেরকে হস্তান্তর করা হয়।
ফেরত আসা আঃ সায়েম খান বাগেরহাট জেলার সদর থানার বাসাবাটি গ্রামের মোঃ আঃ সালামের ছেলে। এবং মোছাঃ শাহনাজ আকতার (১৪) পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার কালারান চন্ডিপুর গ্রামের শাহাজাহানের মেয়ে।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, বাংলাদেশী এক কিশোরী ও এক কিশোর দালালের খপ্পরে পড়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে । পরে কলকাতা নুরালী মেমোরিয়াল সোসাইটি নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ বিএসএফ বিজিবি কাছে হস্তান্তর করেন।
বিজিবির আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন বলে জানা যায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment