এম এ হাসান, কুমিল্লা:>>>
মাদকের ভয়াবহ সর্বনাশা ছোবল থেকে যুব সমাজ রক্ষা ও সামাজিক সকল অপসংস্কৃতি প্রতিরোধের মূল হাতিয়ার খেলাধুলা বলে মন্তব্য করেন চৌদ্দগ্রাম পৌরসভার পৌর মেয়র মিজানুর রহমান।
তিনি (৩ ফেব্রুয়ারী) সোমবার, চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের স্থানীয় তেলিহাটি নবজাগরণ ক্লাব কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি হোন্ডা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কালে এ মন্তব্য করেন।
এসময় প্রধান অতিথি আরো বলেন খেলাধুলার মাধ্যমে সমাজের স্কুল কলেজ পুড়ুয়া যুবকদের মাঠ মুখি করে সামাজিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজনের ধারাবাহিকতায় সমাজ থেকে সকল প্রকার অপসংস্কৃতি প্রতিরোধ করা সম্ভব হবে। উপজেলার চৌদ্দগ্রাম বয়েস ক্লাব বনাম মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় প্রধান উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, শুভপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু ইউসুফ এর উপস্থাপনায় উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম শাহীন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল,উজিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন,সহ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ও শুভপুর ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রচুর দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনা বিরাজ করে উক্ত জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় ট্রাইবেকারের মাধ্যমে চৌদ্দগ্রাম বয়েস ক্লাব ফুটবল একাদশ কে হারিয়ে মিয়াবাজার স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।আমন্ত্রিত অতিথি বৃন্দের বক্তব্য প্রদান শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment