একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:>>>
দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি থেকে শহরতলির ব্রাহ্মণ গাওঁ এলাকায় যাওয়ার পথে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক মোটর সাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও ২জন গুরুত্বর ভাবে আহত হয়েছেন । তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহত দুজন হলেন কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার নাসির মিয়ার ছেলে সোহাগ ও একই এলাকার শামছুন নুরের ছেলে পাবেল। ২জনের বয়সই ১৮ বছর। গুরুত্বর আহতরা হলেন আশিক ও শাকিলনূর। সন্ধ্যায় এই ঘটনার পর স্থানীয়রা ৪জনকেই সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে করে এই ৪জন অতিরিক্ত গতি নিয়ে সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান নিহতের কথা নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment