গাইবান্ধায় মাদকসহ কারবারি স্বামী স্ত্রী কে গ্রেফতার করেছে পুলিশ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 29 February 2020

গাইবান্ধায় মাদকসহ কারবারি স্বামী স্ত্রী কে গ্রেফতার করেছে পুলিশ


একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:>>>
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোক্ষীরাণী ও তার স্বামী ১'শ গ্রাম হেরোইন,৬ বোতল ফেন্সিডিল,৩ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। 
আজ ২৯ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২ টা ১৫ মিনিটের সময় এএসআই সাইবুদ্দীন,এএসআই মুশফিকুর ও এএসআই লাবনি আক্তারদের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানার একটি টিম এলাকাবাসীর প্রদত্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থানাধীন মায়ামনি চারমাথা মোড়স্থ রংপুর- বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে স্বদেশ ট্রাভেল্স কাউন্টারের সামনে হতে মাদক বহনের সময় দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ষ্ট্যাফ কোয়াটার নিউটাউন এলাকার মৃত আজিজুল হকের কন্যা বিভিন্ন অপকর্মের মোক্ষীরাণী ও পেশাদার মাদক ডিলার সিমা বেগম (২৯) কে ১'শত গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেন্সিডিল নিয়ে বাসে করে বগুড়া যাবার পথে আটক করে।
এরপর মক্ষীরানী সীমা কে জিজ্ঞেসাবাদে তার দেয়া তথ্য মতে একই দিন দুপুর ২ টা.৫০ মিনিটের সময় অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ পৌরসভাধীন  আরজি খলশী সাকিনের জনৈক আঃ হালিম এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা তার স্বামী ও পেশাদার মাদক ব্যবসায়ী  খোকন মোল্লা (২৯)পিতা করিম মোল্লা সাং চামরগাছা পার্বতিপুর থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধার ঘর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা সহ আটক করে।
 পুলিশ জানান, উভয় ঘটনায় উদ্ধার কৃত হিরোইন,ইয়াবা,গাঁজা ও ফেনসিডিলের মুল্য অনুমান ৬ লাখ ৩২ হাজার টাকা। ধৃত আসামি সীমার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৩ টি ও খোকন মোল্লার বিরুদ্ধে ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, এই সীমা ও খোকন বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ধারণ করে বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা, মাদকের আসর বসানো সহ বিভিন্ন প্রতারণা ও হয়রানি মূলক কর্মকান্ড করে আসছিল। অবশেষে স্বামী স্ত্রী মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হলো।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages