একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:>>>
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর আইয়ুবকে(২২) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পলাশবাড়ীর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ রাকিব হোসেনের নেতৃত্বে এসআই কৃষ্ণ চন্দ্র,রবিউল ও এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াবান্ধা গ্রামের একটি বাড়ীতে অভিযান চালায়।
এসময় ওই গ্রামের নয়া মিয়ার ছেলে আইয়ুবকে হাতেনাতে আটকসহ ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চেচিস নম্বর পাঞ্চিং করা ব্লু ও কালো রংয়ের ১২৫ সিসি একটি হিরো গ্লামার চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতকে গাইবান্ধা কোর্ট- হাজতে প্রেরন করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment