জাহিরুল মিলন, যশোর:>>>
অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশী যুবককে ৪ বছর কারাভোগের পর বেনাপোল দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সকল কার্যক্রম শেষে বেনাপোলে তাদেরকে হস্তান্তর করা হয়।
ফেরত আসারা হলেন, নোয়াখালী জেলার আব্দুল সাত্তারের ছেলে ফজলুর রহমান (২৬), আকবরের ছেলে ইমরান (৩০), হানিফের ছেলে আক্তার হোসেন (২৮), জাফর আহমেদের ছেলে আজাদ হোসেন (২৫), আহাম্মেদ শেখের ছেলে নাছির উদ্দিন (৩৩), চাঁদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম (২৭), লক্ষীপুর জেলার আমির হোসেনের ছেলে রুবেল হোসেন (২৭), ফেনি জেলার শামছুল হকের ছেলে দুলাল হোসেন (৩৫)।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, চার বছর আগে এই যুবকরা বিনা পাসপোর্টে ভারতে যায়। যাওয়ার পরে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। বিহারের ধারভাঙ্গা জেলা কারাগারে রাখার ব্যবস্থা করে। পরে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফেরত আনা হয়।
ফেরতকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে থানা থেকে তাদেরকে নিজ নিজ স্বজনের নিকট হস্থান্তর করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment