জাতীয় ছাত্র সমাজ, কুতুবদিয়া উপজেলা কমিটি অনুমোদন, সভাপতি মনির, সম্পাদক ছোটন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 3 February 2020

জাতীয় ছাত্র সমাজ, কুতুবদিয়া উপজেলা কমিটি অনুমোদন, সভাপতি মনির, সম্পাদক ছোটন


একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
জাতীয় ছাত্র সমাজ কুতুবদিয়া উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি (আংশিক) গত ২ ফেব্রুয়ারী কক্সসবাজার জেলা সভাপতি- সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক- মোঃ বেলাল উদ্দিনের যৌথ স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পার্টি কুতুবদিয়া উপজেলা সভাপতি ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান  আ.ন.ম শহীদ  উদ্দিন ছোটন,  সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মোনাফ ও ছাত্র সমাজ কক্সবাজার জেলার সহ-সভাপতি ফরিদ মিয়ার  সুপারিশক্রমে  মোঃ মনিরুল ইসলাম সভাপতি ও শহীদ উদ্দিন ছোটনকে সাধারণ সম্পাদক করে  এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে বাকিরা হলেন,   সহ-সভাপতি পদে- আসহাব উদ্দিন রাসল,  কাহিনুর রহমান সাদ্দাম, মোঃ ইউসুফ কুতুবী, মোস্তফা কামাল হিরু, মুজিবুর রহমান, মোঃ এনামুল হক, মোঃ ফারকানুল ইসলাম,  যুগ্ম সাধারণ  সম্পাদক- তাওসিফ মুহাম্মদ রাকন,  আসিফুর রহমান ফাহিম, সাংগঠনিক সম্পাদক হোছাইন মোঃ এরশাদ, ধর্ম বিষয়ক সম্পাঃ-  মাও: ফারকানুল ইসলাম যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাঃ - শমীর দাশ, শিক্ষা বিষয়ক সম্পাঃ- কাইছার হামিদ সহ শিক্ষা বিষয়ক সম্পাঃ মোরশদুল আলম, দপ্তর সম্পাদক- মোঃ ছোটন, অর্থ ও প্রচার সম্পাঃ- মোঃ তুষার, সহ অর্থ ও প্রচার সম্পাঃ- শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাঃ- মোঃ সাকিবুল ইসলাম, সহ কষি বিষয়ক সম্পাঃ- পারভজ মাশারফ।প্রেসবিজ্ঞপ্তি।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages