একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:>>>
রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধের এক যুগ পরে পুনরায় চালুর দাবিতে আজ সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার আয়োজনে রেল স্টেশনের ২নং প্লাটফরমে এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে ।
মানববন্ধনে রাজনৈতিক নেতৃবন্দ, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বত:স্ফুর্তভাবে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পযন্ত - ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন ।
জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাড. সেকেন্দার আজম আনামের সভাপতিত্বে ও মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জাতীয় পার্টির নেতা শাহজাহান খান আবু, কবি সরোজ দেব, পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক খান মো. সাঈদ হোসেন জসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক আরিফুল ইসলাম বাবু, রিকতু প্রসাদ, রেজাউন্নবী রাজু, জাহাঙ্গীর কবির তনু, শামীম আল সাম্য, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, নিরাপদ চিকিৎসা চাই জেলা কমিটির সভাপতি ইয়াসির আরাফাত রুনু, অ্যাড. সালাউদ্দিন কাশেম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, রওশন হাবীব, মানবাধিকার কর্মী বিজলী বেগম, কায়ছার প্লাবন, সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ।
বক্তারা অবিলম্বে রামসাগর ট্রেন চালু, গাইবান্ধা এক্সপ্রেস নামে স্বতন্ত্র একটি এক্সপ্রেস চালু, আন-:নগর সকল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, রেল স্টেশনের পরিত্যক্ত ২নং প্লাট ফরমটি চালু, প্লাট ফরমের উন্নয়নসহ ট্রেনগুলোর সময়সূচী নির্ধারণে জনগণের চাহিদা ও সুবিধার প্রতি লক্ষ্য রাখার দাবি জানান। অন্যাথায় জনগণের ট্রেন যাত্রা সুবিধা সমূহ গাইবান্ধা রেল স্টেশনে প্রতীকিভাবে কর্মসূচীর মাধ্যমে আল্টিমেটাম দেয়া হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment