দোহারে হজবাবা ও ভন্ডপীর মতির তিন বছরের কারাদন্ড - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 20 February 2020

দোহারে হজবাবা ও ভন্ডপীর মতির তিন বছরের কারাদন্ড


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকা দোহার উপজেলার লটাখোলায় এলাকায় নিজ আস্তানায় কাবাঘর বানিয়ে হজ পালন করিয়ে মুসলিমদের সঙ্গে প্রতারণা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় ঢাকার দোহারের ‘হজবাবা’ ভন্ড পীর মতিউর রহমানকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম মারুফ হোসেন চৌধুরী এ রায় দেন। একইসঙ্গে ভন্ডপীর মতিউরের আট সহযোগীকেও ১ বছর করে কারাদন্ড দেওয়া হয়।
প্রতীকী কাবা শরীফ বানিয়ে টাকার বিনিয়ে হজ করানোর মাধ্যমে ভন্ড পীর মতিউর রহমান প্রতারণা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। 
রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।







একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages