একুশে মিডিয়া, মহেশখালী (কক্সবারাজ) প্রতিনিধি:>>>
মহেশখালীতে কর্মরত এরিস্টোফার্মা ওষুধ কোম্পানীর রিপ্রেসেন্টেটিভ আত্মহত্যা করেছেন বলে সংবাদ পাওয়া যাচ্ছেন।
শনিবার (১ ফেব্রুয়ারী) বিকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
তার নাম সঞ্জয় চক্রবর্তী- ঠিকানা নোয়াখালী লক্ষীপুর এলাকার সে বর্তমান মহেশখালী রাখাইন পাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সে মহেশখালীতে ৮ বছর ধরে এরিস্টোফার্মার মার্কেটিং ব্যবসায় ছিলেন বলে জানায় তার সহকর্মী। কেন কি কারণে গলায় ফাঁস লাগিয়ে ছিলেন তার তথ্য এখনো সঠিক পাওয়া যায়নি।
তবে মৃত্যুর আগ পর্যন্ত ফেসবুক স্ট্যাটাস দেখে মেলে মনে কষ্ট দায়ক কিছু চিত্র- অবশেষে তার কথাই সত্যি হলো জীবন যুদ্ধে হেরে গেল সে নিজেই।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment