মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া :
বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের দ্বীপ কুতুবদিয়ায় ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুর্নরায উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধূরী, মেডিকেল অফিসার ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রজব আলী, কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুচ্ছফা,বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া শাখার সভাপতি শফিউল আলম কুতুবী, মুক্তিযোদ্ধা পুলিন বিহারি, লাইফ ইনস্যুরেন্স ও নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর বীমার সুফল সম্পর্কে সকলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment