সুনামগঞ্জে ১১টি উপজেলায় সেনা টহল জোরদার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 March 2020

সুনামগঞ্জে ১১টি উপজেলায় সেনা টহল জোরদার


একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাসের বিস্তার রোধের সামাজিক দুরত্ব নিশ্চিত করেতে সুনামগঞ্জের ১১টি উপজেলায় সেনা টহল জোরদার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে  জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে টহল শুরু করেন সেনা সদস্যরা।
জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়। শহরের পুরাতন বাস স্টেশন, ট্রাফিক পয়েন্ট,  ষোলঘর, হাছননগর, নতুনপাড়া, কাডলিবাড়ি-সহ শহরের বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় সেনারা।
এ সময় সরকারি নির্দেশনা না মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া পথচারীদের সতর্ক করা হয়। নির্দেশনার আওতার বাইরে থাকা খোলা দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়।
ঔষুধ ও নিত্যপ্রয়োজীয় প্রণ্যসামগ্রীর দোকান ছাড়া বাদবাকি সব ধরনের দোকানপাট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন সেনারা।
উল্লেখ্য, বিশ্বব্যাপি প্রাণঘাতি করোনাভাইরাস বিস্তার শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে থেকে মার্চ মাসে সুনামগঞ্জে ২৫০০ জন প্রবাসী জেলায় ফিরেছেন। তাদের মধ্য থেকে ৫৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী সনাক্ত হয়নি।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages