বেলকুচিতে ক্রেতা সেজে ছদ্মবেশে চালের দোকানে ম্যাজিস্ট্রেটের অভিযান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 25 March 2020

বেলকুচিতে ক্রেতা সেজে ছদ্মবেশে চালের দোকানে ম্যাজিস্ট্রেটের অভিযান


সবুজ সরকার, বেলকুচি  (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া বাজারে করোনা আতঙ্কে চালের মূল্য বেশি এবং ৫০ কেজি বস্তায় ৪৬ কেজি থাকায় চাল ব্যবাসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) ক্রেতার ছদ্মবেশে  উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। সহায়তা করে সিরাজগন্জ  র‍্যাব -১২ ডি,এ,ডি মানিক রহমানসহ সঙ্গীয় ফোস সদস্যবৃন্দ।

বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে ধুকুরিয়াবেড়া বাজারে আমিরুল নামের এক চাল ব্যবসায়ী  ওজনে কম এবং চালের দাম বৃদ্ধি রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোগ্যপণ্য বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages