করোনাভাইরাসে আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মন্ত্রিসভার চার সদস্য আক্রান্ত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 March 2020

করোনাভাইরাসে আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মন্ত্রিসভার চার সদস্য আক্রান্ত


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
প্রাণঘাতী করোনাভাইরাসে আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মন্ত্রিসভার চার সদস্য আক্রান্ত হয়েছেন।<:একুশে মিডিয়া:>
দেশটির সরকারের এক মুখপাত্র শনিবার এ তথ্য দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।<:একুশে মিডিয়া:>
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংগঠনের স্বাস্থ্য কর্মকর্তারা আফ্রিকার ওই অনুন্নত দেশটি করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে তাদের শঙ্কা প্রকাশ করেছেন।<:একুশে মিডিয়া:>
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।<:একুশে মিডিয়া:>
দেশটির মন্ত্রিসভার গত ১১ মার্চ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে তাতে সব মন্ত্রী ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।<:একুশে মিডিয়া:>
আশঙ্কা করা হচ্ছে, যারা ওই বৈঠকে অংশ নিয়েছিলেন তারা প্রত্যেকেই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।<:একুশে মিডিয়া:>
সরকারের মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্র, খনিজ, শিক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হন। পররাষ্ট্রমন্ত্রী আলফা ব্যারি স্থানীয় সময় শুক্রবার এক টুইটবার্তায় জানান, গুজব অবশেষে সত্যি হয়েছে।<:একুশে মিডিয়া:>
আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি কোভিড-১৯ পজিটিভ। এর আগে পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।<:একুশে মিডিয়া:>
দেশটির খনিজমন্ত্রী ওমারোউ ইদানি, শিক্ষামন্ত্রী স্ট্যানলিম ওউরাউ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিমিওন সোয়াদোগো প্রত্যেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।<:একুশে মিডিয়া:>
বুরকিনা ফাসোতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ও এই তথ্য নিশ্চিত করেছে।<:একুশে মিডিয়া:>





একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages