একুশে মিডিয়া, রিপোর্ট:
সরকারি আদেশ উপেক্ষা করে কিস্তি উত্তোলনের সময় ৩ জনকে আটক করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট সোপর্দ করা হয়েছে।<:একুশে মিডিয়া:>
বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জেলার সদর উপজেলার পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়া থেকে ঋণের কিস্তি উত্তোলনের সময় মোবাইলে খবর দিলে তাদের ঘটনাস্থলে গিয়ে আটক করেন।<:একুশে মিডিয়া:>
পরে জেলা প্রশাসক ড. কামরুজ্জামানের নিকট সোপর্দ করলে তাদের সতর্ক এবং পরবর্তী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি আদায় করবে না এমন অঙ্গীকার করার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।<:একুশে মিডিয়া:>
এর আগে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফেসবুকে ঘোষণা দেন, এলাকায় কেউ কিস্তি আদায় করতে গেলে প্রশাসনকে খবর দেয়ার জন্য।<:একুশে মিডিয়া:>
ইউএনও মামুন জানান, করোনার কারণে মানুষ এমনিতে মানবেতর জীবন যাপন করছে।<:একুশে মিডিয়া:>
তারপর আবার এনজিওগুলোর কিস্তির খড়গে চরম দুর্বিসহ হয়ে উঠেছে উঠেছে সাধারণ মানুষের জীবন-যাপন। ঘোষণার পরও কোন এনজিও কিস্তি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment