পাঁচবিবিতে জয়পুরহাট জেলা কবি সন্মেলন অনুষ্ঠিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 March 2020

পাঁচবিবিতে জয়পুরহাট জেলা কবি সন্মেলন অনুষ্ঠিত




সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
আজ সোমবার বিকাল চার ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদরের পৌর কমিউনিটি সেন্টারের উপর তলায় জেলার বিভিন্ন উপজেলার কবি-সাহিত্যিক,লেখক,গবেষকদের নিয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়পুরহাট জেলা কবি সন্মেলন অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি সাহিত্য মঞ্চের আয়োজনে কবি আব্দুল বাকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার সফল মেয়র জনাব হাবিবুর রহমান হাবিব,বিশেষ অতিথি ছিলেন,কবি শাহীন ওমর,ঢাকা ও প্রভাষক আহসান হাবিব,প্রতিষ্ঠাতা সভাপতি,পৌর প্রেসক্লাব,পাঁচবিবি।
প্রথমে পরিচয় পর্ব দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে আগত কবিদের উত্তরীয় দিয়ে সন্মাননা জানানো হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের বক্তৃতা পর্ব শেষে মনোনিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়। শেষে উপস্থিত কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃতি করেন।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য জয়পুরহাট জেলার চৌদ্দ জন ব্যক্তিত্ব ও চারটি প্রতিষ্ঠানকে সাহিত্য মঞ্চের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। যাদেরকে ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয় তারা হলেন-
১। পাঁচবিবি সাহিত্য মঞ্চের আবৃতিকার ও বইমেলার সফল আয়োজক, মেয়র হাবিবুর রহমান হাবিব,পাঁচবিবি পৌরসভা,পাঁচবিবি।
২। পৌর প্রেসক্লাব,বস্তুনিষ্ঠ সাহিত্য বিষয়ক সংবাদ পরিবেশন ও মানবতার নিউজে বিশেষ অবদানের জন্য,পাঁচবিবি।
৩। খ্যাতিমান ছড়াকার, মোস্তাফা আনসারী,বই,বাক্সভরা মজার ছড়া (পুরস্কার প্রাপ্ত) জয়পুরহাট।
৪। কবি ডা. এম এ মতিন,বই,বিভক্তি বিষাদ,জয়পুরহাট।
৫। কবি যতন কুমার দেবনাথ,বই, হারাবতি,জয়পুরহাট।
৬। কবি শাহীন ওমর,বই,নাথুরায় হাঁকে,ঢাকা।
৭। আব্দুল মজিদ,সাহিত্য গভেষক,  কালাই।
৮। মাহবুব আলম,বই,শিক্ষা সংকলন, পাঁচবিবি।
৯। প্রবীণ কবি ফয়েজুর রহমান,জয়পুরহাট।
১০। মুজাফফর হোসেন মোহন,সাহিত্য গভেষক,পাঁচবিবি।
১১। দেওয়ান রাসেল,সাহিত্য সংগঠক,মানবতার দেওয়াল,পাঁচবিবি
১২। কবি ওহাব মন্ডল,তারুণ্যের কবি,জয়পুরহাট।
১৩। প্রত্যয় সাহিত্য সংগঠন,কালাই।
১৪। জয়পুরহাট লেখক ফোরাম।
১৫। কবি জয়নুল আবেদীন মাহমুদ,পাঁচবিবি।
১৬। মামুনুর রশিদ,সাহিত্য সংগঠক,পাঁচবিবি।
এছাড়াও যেসব কবি সাহিত্যিক গণকে উত্তরীয় দিয়ে সন্মাননা জানানো হয় তারা হলেন-
কবি আব্দুল হাই,পাঁচবিবি। কবি আশা ইসলাম ববি,(অনুপস্থিত) পাঁচবিবি। কবি রফিকা খানম,পাঁচবিবি। কবি ফারুখ হুসাইন,(অনুপস্থিত) পাঁচবিবি। কবি সোহেল রানা,পাঁচবিবি। কবি এনামুল হক এনাম (অনুপস্থিত),কবি মামুনুর রশিদ,(অনুপস্থিত) পাঁচবিবি। কবি গাওসুল আযম, পাঁচবিবি। কবি মোশাররফ মুন্না,পাঁচবিবি। লেখক রতন মন্ডল,জয়পুরহাট। কবি নূর জাহিরুল ইসলাম,পাঁচবিবি। কবি আলামিন দাদা, পাঁচবিবি। কবি কামরুন নাহার,পাঁচবিবি। কবি তোয়াবুর রহমান তোয়া,পাঁচবিবি। কবি ইউসুফ শাহীন,পাঁচবিবি। কবি মওদুদ হোসেন হাবিব,পাঁচবিবি। কবি নাজমুল আহসান খালিদ রতন,পাঁচবিবি। কবি হেলাল মুনসুর (অনুপস্থিত),পাঁচবিবি। কবি আমিনুর আকাশ,ক্ষেতলাল জয়পুরহাট। কবি ইমরোজ ইকবাল, জয়পুরহাট। কবি যতিন্দ্রনাথ,জয়পুরহাট। কবি আবু হোরায়রা মানিক পাঁচবিবি। কবি ও লেখক মেহেদী হাসান,পাঁচবিবি। কবি ও ছড়াকার আব্দুল জলিল জয়পুরহাট,কবি সুজন,পাঁচবিবি ও সাজেদুল ইসলাম টিটু।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages